ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মতবিনিময়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ১১:০৮ রাত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদীর সাথে ওয়ার্ড সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গৈলা মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ড সুজনকাঠী সমাজ কল্যাণ সংসদ’র সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গৈলা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. নুর নবী সরদারের সভাপতিত্বে ওয়ার্ড সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)’র প্রার্থী রাসেল সরদার মেহেদী।

সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী মো. পারভেজ মিয়া, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আল আমিন হোসেন (ঝন্টু), সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখা হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন গৈলা ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হাসান, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, ইসলামী আন্দোলন গৈলা ইউনিয়ন সেক্রেটারী মো. বশির আহাম্মেদ সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. হারুন মোল্লা, গৈলা ইউনিয়ন ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন সড়ক পরিবহন সম্পাদক মোহাম্মদ সরদার, ইসলামী আন্দোলনে বাংলাদেশের গৈলা ইউনিয়ন সহ-সম্পাদক  মো. দেলোয়ার মোল্লা, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সম্পাদক মো. মহিদুল মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান শেষে জুলাই ছাত্র আন্দোলন ও বরিশাল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)’র প্রার্থী রাসেল সরদার মেহেদীর দলীয় বিভিন্ন কর্মসূচীর উপর ভিডিও প্রদর্শন করা হয়। 

 

Link copied!