আসাদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন জনগনের সেবাই নিজেকে উৎসর্গ করাই একজন রাজনীতিকের আদর্শ হওয়া উচিত। এই এলাকার মানুষের জনপ্রতিনিধি হিসাবে আমি সেই দায়িত্বই পালনের চেষ্টা করছি। ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন (ডব্লিউএলএফ) পুরস্কার প্রাপ্তিতে আজ সোমবার দিনাজপুরে দেয়া গণসংবর্ধনায় সংবর্ধক হুইপ ইকবালুর রহিম একথা বলেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, সমাজে চরম অবহেলিত যাযাবর জীবনযাপনকারী তৃতীয় লিঙ্গের এসব মানুষগুলো অন্য কোন গ্রহের নয়, আমাদের কারো না কারো ঘরেই তাদের জন্ম। অবহেলিত এসব মানুষগুলোর প্রতি সমাজ একটু দায়িত্বশীল হলেই তারা সমাজে সভ্যভাবে সহবস্থান করতে পারে।
দিনাজপুর ইনষ্টিটিটিউট প্রাঙ্গনে বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও পেশাজীবিসহ শতাধিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই গণসংবর্ধনায় সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা কমিটির আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. অব্দুল লতিফ, দিনাজপুর চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী, প্রেস ক্লাব সভাপতি চিত্ত ঘোষ, বিএমএ সভাপতি ডা. বি,কে,বোস, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফিরোজ ও বাপ্পিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিজের নির্বাচনী এলাকা দিনাজপুর সদরে বৃদ্ধাশ্রম ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের জন্য আবাসন নির্মানসহ অন্যান্য সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য গত ২৩ ফেব্র“য়ারী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিমের হাতে সন্মানসুচক এই পুরস্কার (ডব্লিউএলএফ অ্যাওয়ার্ড) তুলে দেয়া হয়।