রেললাইন বহে সমান্তরাল। রেলপথ সমান্তরাল হলেও নারী-পুরুষ সমানভাবে এগোতে পারেননি। ট্রেনের ইঞ্জিনে এখনো চালকের আসনে বসতে পারেননি কোনো নারী। তবে কোনো নারী ট্রেন চালাচ্ছেন, এটি এখন আর দূরের কল্পনা নয়। কারণ নারী ট্রেন চালিয়েছেন এমন গৌরব এশিয়াতে ৯০-এর দশকে ছিল। বাংলাদেশেও হয়তো খুব শিগগিরই দেখা যাবে। কারণ বাংলাদেশ রেলওয়েতে এখন আছেন ১৪ জন নারী সহকারি লোকোমাস্টার (সহকারি ট্রেনচালক)।
আর এশিয়ার প্রথম নারী ডিজেল রেল ইঞ্চিন চালক ছিলেন ভারতের একজন নারী। নাম মুমতাজ, তিনি ১৯৯৫ সালে লিমকা বুক অফ রেকর্ডসে স্বীকৃতি প্রাপ্ত। এখানেই শেষ নয়, মুমতাজই প্রথম রেল চালক, যিনি ইলেক্ট্রিক ও ডিজেল দু-ধরনের রেল ইঞ্জিনই চালান। ১৯৮৯ সালে ভারতের রেল চালনার মধ্য দিয়ে এই ইতিহাস সৃষ্টি করেন তিনি।