সঞ্জিব দাস, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। এলাকাবাসী গলাচিপা হাসপাতালে নিয়ে আসে। কর্মরত ডা. আহতদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন।
আহতরা হলেন আমখোলা ইউনিয়নের পূর্ব বাউরিয়া গ্রামের দেওয়ান বাড়ির মৃত হাফেজ দেওয়ানের ছেলে মনির দেওয়ান (৩০), রশিদ দেওয়ান (২৫)। স্থানীয় সূত্রে জানা যায় হাবি ডা. খলিল হাওলাদার, বাবুল মৃধা ও জব্বার মৃধা এরা জমিজমা সংক্রান্ত পূর্ব শত্র“তার কারনে গত ৩০ শে জানুয়ারী রোজ সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে উভয় পক্ষের কথাকাটাটির এক পর্যায়ে সংঘাতের রূপ নেয়। পক্ষদ্বয়ের ডাক চিৎকার শুনে ঘটনা স্থলে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এ ব্যাপারে আহত রশিদ দেওয়ান জানান, আমি গরু, ছাগল কেনা বেচার ব্যবসা করে জীবন যাপন করি।
বাজার থেকে বসত বাড়িতে ফেরার পথে একই এলাকার আলী আকবর হাওলাদার বাড়ির রাস্তায় পোৗছালে মৃত আলী আকবরের দুই ছেলে আবুল হাওলাদার ও দেলোয়ার হাওলাদার সহ নাম না জানা ৪/৫ জন লোক একত্রিত হয়ে আমি ও আমার সাথে থাকা মনির দেওয়ানকে আঘাত করে। আমাদের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে না আসলে আমাদেরকে মেরে ফেরত বলে জানান। এ বিষয়ে, দেলোয়ার হাওলাদারের কাছে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোপোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার মৃধা জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। বিস্তারিত ঘটনাস্থলে গিয়ে আপনাদেরকে জানাতে পারব। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলে এখন পর্যন্ত আমি এ ব্যাপারে কিছুই জানি না। আপনাদের মাধ্যমে এখন শুনলাম। বিষয়টি দেখব। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।