গলাচিপা: পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার সকালে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মু.হারুন অর রশিদের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো.মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, আওয়ামী লীগ নেতা হাজী মু.শাহজাহান, থানার অফিসার ইন চার্জ আ.রাজ্জাক মোল্লা। বক্তব্য রাখেন রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন, সহাকারী প্রধান শিক্ষক মু.আতাউর রহমান প্রমুখ।