অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ নভেম্বর মনোনয়পত্র জমা দেয়ার শেষদিনে বরিশালের আগৈলঝাড়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কার্যালয়ে মনোয়নপত্র জমা দান করেছেন আওয়ামী লীগ ও বিএনপি দলীয় মনোনীত প্রার্থীরা।
আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধুর ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে দলীয় নেতারা বুধবার সকাল দশটায় সহকারী রিটার্নিং অফিসা বিপুল চন্দ্র দাসের কাছে তাঁর মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। বরিশাল-১ আসনে একমাত্র তিনিই আওয়ামী লীগের একক মনোনয়ন প্রার্থী। তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন পুত্র কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব মো. খায়রুল বাশার, আগৈলঝাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন।
অপরদিকে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বুধবার এগারোটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমাদান করেছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনেও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ছিলেন। ইঞ্জিনিয়ার সোবহানের মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহ-সভাপতি কবির হোসেন তালুকদার গৌরনদী উপজেলা বিএনপি সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান বরিশাল-১ আসনে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ২শ’ ২০ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ৩৫ জন ও আগৈলঝাড়া উপজেলায় ১ লাখ ১২ হাজার ১শ’ ৮৫ জন ভোটার রয়েছে।