আকাশকে ছুঁতে ইচ্ছে করে
আকাশের কেন এতো মায়া
এতো কেন ভালোবাসা!
আকাশের নীল রংয়ে
এতো কেন ভালো লাগা?
সবই জানতে ইচ্ছে করে।
বুক ভরা ভালোবাসার ছোঁয়া
ছেঁয়ে আছে আকাশের গাঁ।
কাউকে করে না নিরাশ
আকাশের বর্ণিল মেঘমালা।
কাউকে করে না কভু অবহেলা
আকাশের ঐ মেঘমালা।
একটু ছোঁয়া লাগা ভালোবাসা
আকাশকে কাছে কে না চায়?
সে তো অনেক দূরে আছে
ছোঁয়া নিতে আসবে না কাছে?
যেতে হবে তবে তারই পানে
একটু ভালোবাসার টানে।
এ কেমন পাওয়ার ভালোবাসা?
না কি আবেগের চাওয়া
না কি দূর হতে কাউকে ছুঁয়ে
চোখে চোখে চোখ রেখে
না কি নয়নের অতৃপ্ত জলে
আকাশ ছোঁয়ার ভালোবাসা।