মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রতিশ্রুত সেবা না দেওয়া এবং ঔষধের অতিরিক্ত দাম নেওয়ায় পুরাতন হাসপাতাল সড়কস্থ চৌধুরী হেলথ কেয়ার সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে মোহন মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১৮ নভেম্বর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত জরিমানার আদেশ দেন। আরোপিত জরিমানা উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল লতিফ চৌধুরী তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ ৭ হাজার ৫শত টাকা আইন অনুযায়ী অভিযোগকারী মোহন মিয়াকে প্রদান করা হয়।