মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান কে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। ৩ নভেম্বর সেই কালো দিন। সে উপলক্ষে দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার যৌথ আয়োজনে বাংলার দিন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ৩ নভেম্বর রাতে। দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট শান্তি পদ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রশীদ চৌধুরী মাখন, ডাক্তার বিনয় ভুষন দত্ত, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি নওসাদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদার, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, লাখো কন্ঠের প্রতিনিধি আব্দুল কালাম, আজকের বসুন্ধরার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও ভীরু দাশ প্রমুখ। বক্তারা বলেন- জাতির জনকের ডাকে ঐক্য বদ্ধ হয়ে মুজিব নগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশের স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন এই জাতীয় চার নেতা। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা একই সূত্রে গাথা। জাতীয় চার নেতার অসামান্য অবদানের কথা বাঙ্গালী জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্বরণ করবে।