কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৯ সেপ্টেম্বর।।পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন পাড়া থেকে ৪৪২ লিটার চোলাই মদসহ ২ রাখাইন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাতে র্যাব-৮ উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের গোড়াআমখোলাপাড়া অভিযান চালায়। এ সময় চেলাই মদ সহ অংছান (৪৫) ও মংচোমিন (২২)নামের দুই রাখাইন যুবককে আটক করে।
এ ব্যাপারে মহিপুর থানায় একটি মাদক মামলা হয়েছে বলে জানা গেছে। পটুয়াখালী ক্যাম্পের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রবিবার সকালে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খানের নেতৃত্বে মহিপুর থানাধীন গোড়াআমখোলাপাড়াস্থ রাখাইন পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অংচানের বসতবাড়ী তল্লাশী করে ৪৪২ লিটার চোলাই মদ উদ্ধার করে।