ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকের প্রতিবেদনঃ ঝিনাইদহ, ১৮ আগষ্ট- ঝিনাইদহের শৈলকুপায় রিয়াজুল ইসলাম লিপটন নামে এক ট্রাক ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় আদালতের নির্দেশে পিবিআই দীর্ঘ ৬মাস তদন্তের পর এক স্কুল শিক্ষিকা সহ ৯জন কে আসামী করে আজ থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নিবিড় তদন্ত ও পরামর্শ মোতাবেক ট্রাক ব্যবসায়ী লিপটন (২৬) কে পরিকল্পিত ভাবে নিখোঁজ ও গুম করার বিষয়টি ৭ কার্যদিবসের মধ্যে থানায় এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেয় আদালত। সে অনুযায়ী আজ শনিবার ৯জন কে আসামী করে শৈলকুপা থানায় এই চাঞ্চল্যকর মামলা টি রেকর্ড করা হয়েছে। ঝিনাইদহ পিবিআইর এসআই গাবুর আলী সরদার একাধিক স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, আসামী শারমিন আক্তার তানিয়ার সাথে নিখোঁজ ট্রাক ব্যবসায়ী লিপটনের পরকীয়া ছিল। সেই সুত্র ধরে লিপটন তানিয়ার বাড়িতে যাতায়াত করতো। ঘটনার দিন গত ৪ জানুয়ারী সে তানিয়ার বাড়িতে আসে। এর পর দিন থেকে গত প্রায় ৮মাস লিপটন নিখোঁজ হয়েছে।
নিখোঁজ লিপটনের পিতা মামলার বাদী আব্দুল খালেক অভিযোগ করেন, লিপটনের নিজের নামে দুইটি ট্রাক (ঢাকা মেট্রা-ট-১৮-৮৪৫৭ ও ঝিনাইদহ-ট-১১-১২৯৪) রয়েছে যা আত্মসাত ও স্বার্থ সংশ্লষ্টি নানা কারণে তানিয়া সহ কয়েকজন তাকে তানিয়ার ইটভাটার আগুনে পুড়িয়ে খুন-গুম করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইয়ুবুর রহমান জানান, আদালতের আদেশ পেয়ে তা আজ এজাহার হিসাবে রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।