ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার লালপুর বটতলা মন্দিরে গতকাল শনিবার শ্রী শ্রী বিপদনাশিণী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে মন্দির পরিচালনা কমিটির পক্ষে সভাপতি নীল রতন দাস জানান, দুই শতাধিক ব্রতী তাদের স্বামী, সন্তান-সন্তুতির মঙ্গল কামনায় পুষ্পাঞ্জলি শেষে দাপা বুড়িগঙ্গা ঘাটে প্রদীপ ভাসিয়ে শান্তি জল গ্রহন করেন।
পূজা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ মোদক ও যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। পূজা কমিটির পক্ষে অর্জুন দাস অপু ঘোষ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্তবৃন্দের আগমনে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়।