রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর বাজারের দক্ষিন মাথায় দুবৃত্তদের আঘাতে খলিলুর রহমান (৪০) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। ২১ এপ্রিল শনিবার রাতে বাসা থেকে বের হওয়ার আঁধা ঘন্টা পর রাত ১০টার দিকে বাজারের দক্ষিন মাথায় আঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থলের বাসিন্দা ও খলিলুর রহমানের মরদেহ প্রথম প্রতক্ষ্যদর্শী মিয়া মাহমুদ পাখি নামে একমাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রাজাপুর থানা পুলিশ। আটক পাখি বেশ কিছুদিন পূর্বে ইয়াবাসহ পুলিশের কাছে আটক হয়েছিল। সে এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে এলাকাবাসী জানিয়েছে। যে স্থানে খুন হয়েছে সে স্থানটি মাদকের আখড়া হিসাবে পরিচিত।
এ ঘটনা শুনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর কাঠালিয়া) সার্কেল মোজ্জাম্মেল হক রেজা ও ওসি সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত নির্মান শ্রমিক খলিলুর রহমান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মৃত আমজেদ হোসেনের পুত্র। সে নিহত হওয়ার আধা ঘন্টা পূর্বে রাজাপুরের বাজার এলাকার তার (ভাড়াটিয়া) বাসায় বাজার দিয়ে বাসা থেকে বের হয়েছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
রাজাপুর থানার ওসি সামসুল আরেফিন বলেন, কারা খলিলকে হত্যা করেছে তা এখন পর্যন্ত বলা যাচ্ছেনা। তবে তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে। তবে এ ঘটনায় মিয়া মাহমুদ পাখি নামে একমাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারনা করা হচ্ছে বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।