নিজস্ব সংবাদদাতা: ফতুল্লায় ২ মাদক সেবন কারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেলে সদর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ এ সাজা প্রদান করে। রবিবার দিনগত রাত সাড়ে ৪টায় ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সাজা প্রাপ্তরা হলো, পাগলা বৌ বাজার বৈরাগী বাড়ি এলাকার ইছাকের ছেলে নাহিম ও একই এলাকার জাকির হোসেনের ছেলে রাসেল। ফতুল্লা মডেল থানার এস আই কাজী এনামুল হক জানান, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার দিনগত রাতে নাহিম ও রাসেলকে মাদক সেবন কালে মাদকসহ গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকে সদর উপজেলা কার্যালয়ে নিয়ে গেলে সদর উপজেলা নির্বাহী অফিসার দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।