বিশেষ প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নাসিক ১২নং ওর্য়াডস্থ ডনচেম্বার এলাকা থেকে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালামের নির্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিশনপাড়া মসজিদের সামনে এসে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহম্মেদ, বিএনপি নেতা আরিফ আহম্মেদ গোগা, মাসুদ হোসেন, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক সরকার আলম, মনোয়ার হোসেন শোখন, যুবদল নেতা আলী ইমরান শামীম, মোঃ রোমান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর স্বেচ্ছা সেবক দলের নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, আব্দুর রশিদ হাওলাদার প্রমূখ।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ৪০ মিনিটে ফেনী সার্কিট হাউজের কাছে মহিপাল ফিলিং স্টেশনের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর দুর্বৃত্তরা হামলা চালায়। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।