এস.এম.সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: ভ্রমণে আসা সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলাধীন হারবারিয়া এলাকায় ফেলিকন-১ নামের পর্যটকবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে অংশ নিয়েছে কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের দুটি দল। আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, আজ শুক্রবার ফেলিকন-১ নামের লঞ্চটি ২৭ জন পর্যটক নিয়ে আজ শুক্রবার সকালে খুলনা থেকে রওনা হয়ে সুন্দরবনের মধ্যে প্রবেশ করে। সন্ধ্যায় লঞ্চটি সুন্দরবনের হারবারিয়া স্টেশনের পাশে খালের মধ্যে নোঙ্গর করে। হঠাৎ লঞ্চের যাত্রীদের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে লঞ্চে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আর মানুষের আর্তনাদ শুনে বনের হারবারিয়া স্টেশনের সদস্যরা দ্রুত ছুটে গিয়ে দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে ২৭ জনকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে যান।
ডিএফও মো. সাহিদুল ইসলাম আরো জানান, আগুন নিভানোর জন্য খুলনা ফায়ার স্টেশন, মংলা নৌবাহিনী, মংলা কোস্টগার্ড, পুলিশ এবং উপজেলা প্রশাসনকে তিনি অবাহিত করেছেন। আগুনে কোনো হতাহতের খবর তিনি জানাতে পারেননি। খুলনা নৌবাহিনী সূত্র জানায়, লঞ্চের আগুন নেভানোর উদ্দেশ্যে হিরন পয়েন্ট থেকে বানৌটা সেবক নামের তাদের একটি নৌযান রওনা হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ নৌযানটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজে অংশ নেবে বলে সূত্র জানায়।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মোহাম্মদ আলী চৌধুরী জানান, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ডের দুটি দল আগুন নেভানোর কাজে আংশ নিয়েছে। আগুন লঞ্চটির চারদিকে ছড়িয়ে পড়ায় কোস্টগার্ড সদস্যরা আগুন নেভাতে বেগ পাচ্ছেন। ওই লঞ্চের মধ্যে আর কেউ রয়েছে কিনা- তা তিনি জানাতে পারেনি। তবে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগতে পারে বলে তিনি জানান।