এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের ফকিরহাটে মোসাঃ ফারজানা আক্তার প্রিয়া (১৯) নামের একটি মেয়ে গত এক সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি খাজুরা গ্রামের বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ সেকেন্দর আলী মোল্লার কন্যা। এ ঘটনায় মডেল থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
জানা গেছে, গত ১লা জুলাই বিকালে উক্ত কন্যা বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের শ্বামীর বাড়ী হতে চুলকাঠি বাজারে কিনা কাটা শেষে ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের পিতার বাড়ীতে বেড়াতে আসছিলেন। কিন্তু তিনি দীর্ঘ সময় পার হলেও পিতার বাড়ীতে না আসায় তার পিতা চিন্তিত হয়ে অনেক স্থানে খুজা খুজি করে ক্রান্ত হয়ে দিশে হারা হয়েপড়েছেন।
তার পিতার দাবী কোন চক্র তার কন্যাকে সুকৌশলে অপহরন করেজিন্মি করে রেখেছে। কন্যাকে হারিয়ে তার পিতা সেকেন্দর আলী মোল্লা, মাতা ফিরোজা বেগম ও তার স্বামীপাগালের মত প্রলাপবকছে। এ ব্যাপারে বাগেরহাট মডেল থানায় এক টিজিডি করা হয়েছে, যারনং ৯১,তাং ০১-০৭-২০১৭।