ঈদ মানে আনন্দ : ঈদ মানে খুশি। ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি। আগামীকাল সোমবার পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ মোবারক!!! কুয়াকাটা নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে জানই পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা।
পবিত্র রমজান মাসে ১ মাস সিয়াম সাধনার পর আবার এসেছে ঈদ- উল ফিতর। রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সারা বছর সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন যাপনের তৌফিক দান করুন আমিন। আসুন আপনার প্রতিবেশি অথবা হতদরিদ্রদের সঙ্গে ঈদের একটু খুশি ভাগাভাগি করে নিয়ে ঈদকে আরো মহিমান্বিত করে তুলি।
ঘুচে যাক দু:খ, আছে যত মনে: বয়ে যাক আনন্দ ঈদের আগমনে! আমাদের পাঠক, সুভানুধ্যায়ি, গ্রাহক ও দেশ বাসীর প্রতি রইল কুয়াকাটা নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা। “ঈদ মোবারক”