কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩১ মে।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের আয়রন ব্রিজটির এক পাশ দেবে গেছে। ট্রাক বোঝাই করে ভারি মালামাল নিয়ে পার হওয়ার সময় ব্রিজটির একটি স্প্যান দেবে যায়। দুই দিকে ফাঁক হয়ে গেছে মাঝের স্প্যান। এখন ব্রিজটি যে কোন সময় ধসে পড়তে পরে।
ফলে মানুষের যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটাগামী বিকল্প সড়কের চৌরাস্তা থেকে তেগাছিয়া যাওয়ার পধে মধুখালী গ্রামের খালের উপরে ব্রিজটির অবস্থান। এক যুগ আগে আয়রণ স্ট্রাকচারের ওপর ঢালাই দিয়ে ব্রিজটি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এমনিতেই ব্রিজটির আয়রণ স্ট্রাকচারে জং সহ কয়েকটি ক্রস এঙ্গেল পুরনো হয়ে গেছে। এছাড়া অনেক নাটবোল্ট নেই। আড়াআড়ি বীম নষ্ট হয়ে গেছে। ব্রিজটি দিয়ে ভারি মালামালবাহী কোন যানবাহন চলাচল উপযোগিতা ছিল না।
কিন্তু ওই সড়কের নির্মাণ কাজে জন্য ভারি মাল বোঝাই করে ট্রাকসহ ব্রিজটি পার হয়ে যাওয়ার সময় দেবে যায়। স্থানীয় বাসীন্দা বাদশা হাওলাদার জানান, ট্রাকটি মাল নিয়ে যাওয়ার সময় তারা নিষেধ করেছিলেন। কিন্তু শোনেনি। এখন ব্রিজটি সম্পুর্ণভাবে বিধ্বস্ত হওয়ার শঙ্কায় সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন। অন্তত ১৫ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা করছেন।
স্থানীয় চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, এক যুগ আগে ২৫ লক্ষাধিক টাকা ব্যয় করে আয়রণ স্ট্রাকচারের ওপর ঢালাই দিয়ে ব্রিজটি করা হয়। যেটি ভারি যানবাহন চলাচলের উপযোগী নয়। এখন তিনি এটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দূল মান্নান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।