কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে ২ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ১০০ টাকার খসড়া বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. রাশেদ নিজাম।
ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির কেরামত হাং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্ব আফজাল হোসেন, এফপিআই সাইফুল ইসলাম, ইউপি সদস্য শিল্পী বিশ্বাস, ইউপি সদস্য রফিক হাওলাদার, ইউপি সদস্য আল-আমিন, ইউপি সদস্য খালেক ফকির।
উম্মুক্ত আলোচনায় অংশ নেয় মস্যজীবি জাহাঙ্গীর তালুকদার,আবদুল হানিফ, আল-আমিন চৌকিদার,জাকির হোসেন অভি। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।