মো: মাসুদ হাসান মোল্লা রিদম, ঢাকা: দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধান, অপরাধ দমন করে অভ্যন্তরীণ শান্তি-শৃংখলা বজায় রাখা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে অকাতরে জীবন উৎসর্গ করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর রয়েছে সুদীর্ঘ ইতিহাস।
প্রতিটি জীবনই তাঁর পরিবার, সমাজ এবং দেশের জন্য অমূল্য সম্পদ| পুলিশ বাহিনীতে যারা চাকরিরত, পেশাগত দায়িত্ব-পালন করতে গিয়ে পরিবারের জন্য তারা খুব কম সময়ই দিতে পারেন। রাষ্ট্রের প্রয়োজনে যৌক্তিক কারনেই তাদের কোন নির্দিষ্ট কর্মঘন্টা নেই। বছরের ৩৬৫ দিনের দিনরাত্রি ২৪ ঘন্টাই যেন তারা রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের সেবায় নিয়োজিত।
২০১৬ সালে কর্তব্যরত অবস্থায় সারাদেশে নিহত ১২৮ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে কেন্দ্রীয়ভাবে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে সম্মাননা দিয়েছে পুলিশ বিভাগ। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও গ্রেফতারসহ অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে তার প্রাণ হারান।
বুধবার ১ মার্চ, ২০১৭ সকালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে ঢাকা পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। এ সময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ২০১৬ সালে সারাদেশে কর্তব্যরত অবস্থায় নিহত ১২৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
কেন্দ্রীয়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে আজ বুধবার সকাল ১০.০০ টায় ঢাকার পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। বিউগলে বাজানো হয় করুণ সুর।এরপর ২০১৬ সালে কর্তব্যরত অবস্থায় সারাদেশে নিহত ১২৮ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে কেন্দ্রীয়ভাবে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে সম্মাননা প্রদান করেন। এসময় অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আইজিপি নিহতদের পরিবারবর্গের হাতে সম্মাননার স্বীকৃতি স্মারক ও উপহার তুলে দেন। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেগাপ্লুত হয়ে পড়েন।
শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করতে প্রথমবারের মত পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। এখন থেকে এ দিবসটি প্রতি বছরই পালন করা হবে।এছাড়াও বিভিন্ন রেঞ্জ অফিস এবং জেলা পর্যায়েও দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পালন করতে গিয়ে গত ২৫ বছরে সারাদেশে নিহত হয়েছেন ১ হাজার ১৩৯ জন পুলিশ সদস্য। এর মধ্যে ২০১৬ সালে নিহত হন ১২৮ জন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো.আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মাইনুর রহমান চৌধুরী। এসময় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া,মিয়া,র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ,এপিবিএন’র অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, অতিরিক্ত আইজিপি, ডিআইজি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ,র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,এপিবিএন’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ এবং পুলিশ সদস্যরা ।