আজ ৩০ নভেম্বর রোজ শনিবার বেলা ৩.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে “নারীর প্রতি সহিংসতা প্রতিরাধে আন্তর্জাতিক পক্ষ উদযাপন উপলক্ষে গৃহ নারী শ্রমিক সমাবেশ” অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমেনা বেগম। পরিচালনা করেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার। বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন, গার্মেন্টস শ্রমিক নেতা আলমগীর রনি, যুবনেতা মানিক হাওলাদার, গৃহশ্রমিক নেতা সেতারা বেগম, শাহীনা বেগম, হাওয়ানুর বেগম, শাহিনুর বেগম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে গৃহশ্রমিকদের উপর সকল ধরনের সহিংসতা বন্ধে আইএলও কনভেনশন ১৮৯ ও ১৯০ অনুসমর্থন করে আইন প্রণয়নের দাবি জানান। গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা অনুযায়ী গৃহশ্রমিকদের কল্যাণ নিশ্চিতকল্পে অবিলম্বে সকল পর্যায়ে পরিদর্শন টিম গঠন করে গৃহশ্রমের পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানান।