কাঠালিয়ায় পুলিশ সুপার মার্কেটে অবৈধ দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার মার্কেটে জমির পরিমান ৮০ শতাংশ। আর বর্তমানে প্রায় ৬৫ টি দোকান চলমান আছে যার আর্থিক সরকারি খাতে দিচ্ছেন দোকানদাররা। বিগত দিন আগে চুক্তিপত্র ছাড়াই এই জমিতে দোকান, বাসভবন স্থাপন করে থাকত।
এ বিষয়ে কাঠালিয়া রাজাপুর সার্কেল মোঃ সাকাওয়াত হোসেন মুঠোফোন নম্বর ০১৭১৩৩৭৪২৮৪ সাংবাদিকদের জানান যে, আমরা সার্ভেয়ার এনে মাপঝোপ করিলে দেখা যায় যে, দুই থেকে তিনটি ঘর আমাদের জমিতে থাকলে আমরা তাদেরকে বলিলে নিজের ইচ্ছাতে ঘর ভেঙ্গে নিয়ে যায়। জানাজায় ১৫ শতাংশ জমি মোঃ জয়নাল মাস্টার ৫শতাংশ, সাবেক ভাইস চেয়ারম্যান জালাল আকন ৫ শতাংশ, ফিরোজ কন্ট্রাক্টর ৫শতাংশ মোট ১৫ শতাংশ জমি মৌখিকভাবে দেয়া হয়েছিল।
২০১৩ সালে এই ১৫ শতাংশ জমির দায়িত্বভার কাঠালিয়ার থানার এসআই আঃ ছালামের নিকট ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ কাঠালিয়া থানাতে কর্মরত আছে ও বর্তমানে প্রমোশন পেয়ে তদন্ত ওসি হয়ে কাঠালিয়ায় কর্মরত রয়েছে। পূর্ব থেকে কিভাবে ঘর দেওয়া নেওয়া হয়েছে তার তথ্য অতি শিঘ্রই মিডিয়ায় দেখতে পাবেন।