নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এক ইউপি মেম্বারসহ ১৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌমুহনীতে অভিযান চালিয়ে শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিনকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
একই সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত ২৪ ঘণ্টায় মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১৮ জন আসামিকে গ্রেফতার করে। বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করা হয়। তাদের দ্রুত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।