রিমন পালিতঃ বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১০ সদস্য আহত হয়েছে।বান্দরবান হতে রুমা যাওয়ার পথে চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন এলাকায় মাইক্রো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভির খাদে পড়ে যায়। বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে চারটার দিখে রুমা-বান্দরবান সড়কে এই দূর্ঘটনা ঘটে। আর তাথে ১০জন সেনা সদস্য আহত হয়েছে।
এই বিষয়ে বান্দরবান সেনাবাহিনীর (জিটুআই) মেজর ইফতেখার হোসেন বলেন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রুমা-বান্দরবান সড়কে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস ১২ জনের মত সেনা সদস্য নিয়ে বান্দরবান আসার সময় যান্ত্রিক এুটির কারনে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাস পাহাড়ি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বান্দরবান শহরে এনে চিকিৎসা দেওয়া হচ্চে। এছাড়াও তাদের চিকিৎসার জন্য সকল রকম তদারকি করা হচ্চে।
বান্দরবান সদর থানার পুলিশ কর্মকর্তা(ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে। তাদের চিকিৎসা বর্তমানে চলমান।