অনলাইন রিপোর্টার: পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে এবং পরে সদর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দু’জন উমেদারসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আটকদের কাছ থেকে প্রশ্নপত্র এবং মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সরবরাহ করা প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান বলেন, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে। ৩৩ জনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।