কুয়াকাটা নিউজ:- শহরের রেলওয়ে সুপার মার্কেট ও দেওভোগ এলাকার চিহিৃত মাদক সম্রাট মফিজুল ইসলাম ওরফে মাদক মফিজ গ্রেফতার হলেও বহাল তবিয়তে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মফিজের সহযোগি সালাউদ্দিন ও সুমন বলে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ে থান কাপড় সুপার মার্কেটের ব্যবসায়ী ও এলাকাবাসী জানান,সালাউদ্দিন ও সুমনের গুরু একাধিক মাদক মামলার আসামী মফিজের বিরুদ্ধে স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল গুলো সংবাদ প্রকাশ করলে সদর মডেল থানার এএসআই সামসু এক সপ্তাহ আগে গ্রেফতার করে কোর্টে প্রেরন করলেও তার বিশ্বস্ত সহযোগী ও ম্যানেজার সালাউদ্দিন ও সুমন ইয়াবা, গাজা ও ফেন্সিডিল ব্যবসা অব্যাহত রেখেছে।
এলাকাবাসীর ধারনা সালাউদ্দিন ও সুমনকে গ্রেফতার করা হলে রেলওয়ে থান কাপড় সুপার মার্কেট হতে মাদক ব্যবসা চিরতরে নির্মূল করা সম্ভব হবে। নইলে সরকারের মাদক নির্মূল অভিযান ব্যর্থ হবে।
এলাকাবাসী তদন্ত সাপেক্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ও সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।