মো:মাসুদ হাসান মোল্লা রিদম,ঢাকাঃ রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শহীদুল বলেন, রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়। তার পর থেকেই তিনি মনিটরিং করছেন। এ সময় তিনি ফায়ার সার্ভিসের সমালোচনা করে বলেন, ফায়ার সার্ভিসের সেই ক্যাপাসিটি নেই, চাহিদা মতো পানি পৌঁছানো যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া,পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।