এস.এম.সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় কোন ছাত্র-ছাত্রী পাশ করেনি। পাশের হার ০%। ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা-২০১৬ এ অত্র মাদ্রাসা থেকে ডিএলআর ভূক্ত বালক ৮ জন। সকল বিষয়ে অংশগ্রহনকারী ২ জন বালক। অনুপস্থিত ৬ জন। অংশগ্রহনকারী ২ জন বালকের কেউ পাশ করেনি।
দাখিল ৬২ টি এবং স্বতন্ত্র্য ৪ টি মাদ্রাসা মধ্যে একমাত্র শফিজউদ্দিন দাখিল মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি। সুপার মাওঃ জহিরুল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধীক বার যোগাযোগ করা হরে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসি জানান, মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলায় মাদ্রাসটির শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার কারনে ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা ফল এমনটি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান বলেন, বিষটি অত্যন্ত দুঃখজনক।