চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলী মহল্লার একটি ভাড়া বাড়িতে ডেকে নিয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে সিফাত ওরফে আপেল ওরফে আবির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে বাগানটুলীর ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ওই বাড়ি থেকে ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। আবির শিবগঞ্জ পৌর এলাকার তত্তীপুর ঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, সকালে শিবগঞ্জ শহরে আসার পথে রসুলপুর মোড় থেকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ওই বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করে ওই যুবক।
মেয়ের পিতা অভিযাগ করেন, তাঁর মেয়েকে আগে থেকেই ওই ছেলে উত্যক্ত করত। শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। মামলার পর অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে ধর্ষককে গ্রেপ্তার ও ধর্ষিতাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিণ বলে জানান এ পুলিশ কর্মকর্তা।