বিশেষ প্রতিবেদক:- ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে গ্যাস সিলিন্ডার কর্মচারী আনোয়ার হোসেনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রভাবশালী সাহাবুদ্দিন গং। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৯ টায় মাসদাইর পাকাপুল এলাকায়। এ ব্যাপারে গতকাল ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মাসদাইর গোরস্থান সংলগ্ন বিবাদী সাহাবদ্দিনের জান্নাত এন্টারপ্রাইজ নামীয় সিলিন্ডার গ্যাসের দোকানে চাকরী করত।
গত প্রায় ৫ মাস পূর্বে সামান্য বিষয় নিয়ে মালিক পক্ষ অন্যায় ভাবে আনোয়ার হোসেনকে চাকরী হতে বাদ দিয়ে দেন। এর পর আনোয়ার হোসেন জীবন-জীবিকার প্রয়োজনে অনত্র চাকরী নেন। এতে প্রভাবশালী সাহাবদ্দিন গং ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনকে বড় ধরনের ক্ষতি করা সহ হত্যার হুমকি প্রদান করেন। এ ব্যাপারে আনোয়ার হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে গত ১০/১২/১৭ইং তারিখে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন, যাহার নং-৪৪১।
এতে করে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল শনিবার সকাল ৯ টায় মাসদাইর পাকাপুল এলাকায় আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে বিবাদী সাহাবদ্দিন সহ আরো ৫/৬ জন বিবাদীর দোকানের গোডাউনের ৩য় তলায় নিয়ে লোহার রড ও লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা-ফুলা জখম করা সহ চোঁখ উৎপাটনের চেস্টা চালিয়ে মুখ মন্ডলে গুরুতর জখম করে।
আনোয়ার হোসেনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমীন বেগম বাদী হয়ে ১। মোঃ সাহাবুদ্দিন(৩৩),২।মোঃ শাহ আলম(২৮),উভয় পিতা-লাল মিয়া,৩। মোঃ লাল মিয়া(৫৮)গিতা-অজ্ঞাত সাং-মাসদাইর গোরস্থান(আজাম বাড়ি) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে গতকাল ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় বিবাদী পক্ষ জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানাগেছে।