লক্ষ্মীপুর জেলায় শুক্রবার ভোর রাতে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. মিলন নামে এক বাস চালক নিহত এবং ১২ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর ওই রুটে সকল যানবাহন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মৃত বাস চালক মিলন শতাব্দী পরিবহনের চালক ও ভোলা জেলার বাসিন্দা। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্রগামগামী শতাব্দী নামের যাত্রীবাহী বাস ঢাকা-রায়পুর মহাসড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ইকোনো নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শতাব্দী’র চালক নিহত হন। এসময় উভয় বাসের অন্তত ১২জন যাত্রী আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে, চট্রগ্রামগামী শতাব্দী নামের বাসটির হেড লাইট নষ্ট হওয়ার পরও চালক গাড়িটি চালানোর ফলে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কয়েকজন যাত্রী।
আহতদের মধ্যে ফারুক হোসেন, মামুনুর রশিদ, সুমন, শাহাজালাল ও সোহেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। –বাসস
সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন