মুন্নি আলম মনি :- পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী ইউনিয়নের স¦নাম ধন্য ধানখালী ডিগ্রী কলেজ ও ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পৃথকভাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সূত্রেজানাযায়, ১৬ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রী কলেজ ও ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে বিজয় দিবসের উপলক্ষ্যে আলোচনা সভা ও আবৃত্তি গানে পুরস্কার বিতরন করেছে শিক্ষার্থীদের মাঝে। এ অনুষ্ঠান শেষে শহীদের স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. বশির আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও আবৃত্তি গানসহ নানা বিষয়দি নিয়ে বিজয় দিবসটি উদযাপন করছেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও রাজনীতি বিদরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিনে ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও মহিলা মাদ্রাসার উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধ নিয়ে শীর্ষক আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাসির , শিক্ষক শাহীন মৃধা সহ স্থানীয় আরো গন্যমান্য ব্যক্তিরা । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্টানের পরিচালিক জিসান হায়দার আলমগীর হোসেন মৃধা।