নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ হতে আলীরটেক পুরান বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা হলেও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির কোন ভ্রুক্ষেপ নেই।
স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ নং ওয়ার্ডের অন্তভুক্ত ইউনিয়ন পরিষদ হতে আলীরটেক পুরানবাজার পর্যন্ত দুরত্ব মাত্র আধা কিলোমিটার। এই সামান্য রাস্তার জন্য এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন রাস্তাটি সরু থেকে প্রস্থ করে দেন। সময় স্বল্পতার কারনে পাকা করে যেতে পারেননি। বর্তমান চেয়ারম্যান মতি বিনা ভোটে নির্বাচিত হওয়ায় এলাকার উন্নয়নে কোন মনোযোগ নেই দাবী ভুক্তভোগী মহলের।
ক্ষোভ প্রকাশ করে অটোচালকগন বলেন, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতায় চাদা তুলে বস্তা কিনে বালু ভরাট করে গর্তে ফেলা হয়েছে। কিছুদিন না যেতেই আগের চেহারায় ফিরে আসে। রাস্তা খারাপ হওয়ায় কোন যানবাহন আলীরটেক পুরান বাজারে যেতে চায়না। ফলে রোগীসহ এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
আলীরটেক ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম শাহীন নিউজএটুজেডকে বলেন, আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, ১৮ টি ছোট-বড় রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। যা প্রসেসিং অবস্হায় আছে এ রাস্তাটিও দ্রুত সংস্কার হয়ে যাবে।