নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার রাতে ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি সংঘঠিত হয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে আহত হয়েছে ২ জন। আহতরা হলো, নাসির (৩০) আতাউর রহমান (৫৫)। এব্যাপারে নাসিরের বাবা মো. সামাদ মিয়া (৬০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করে আতাউর রহমান ও তার ছেলে রকি(২৬), মন্টু(৩৫), জিসান (২৫)সহ জ্জ জন কে আসামী করে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার দাপাইদ্রাকপুরের নূর মসজীদ এলাকায় গত ১৮ আগষ্ট (শুক্রবার) রাত ৮ টায় সামাদ মিয়ার ছেলে রাস্তা দিয়ে বাসায় আসছে। এসময় আতাউর রহমানের ছেলে রকি নাসিরের চোখে টচ লাইট মারে এরপর নাসির গালি দিলে তাদের মধ্যে তর্ক বির্তক হয়। একপর্যায় নাসির কে রাক, মন্টু আতাউর, জিসান সহ ৬/৭ জনে মারধর করে।এদিকে, নাসিরের ডাকে তার লোকজন এসে রকিও আতাউর কে মারধর করে বলে এলাকাবাসী জানান।