মোঃ মাসুদ হাসান মোল্লা রদিম, ঢাকা: দীর্ঘদিনের পলাতক থাকা চাঁদাবাজ ১। মোঃ আলমগীর হোসেন (৪৫) ও ২। মোঃ সুরুজ মিয়া (৪২) দেরকে অদ্য ৪-৭-২০১৭ খ্রিঃ রাত্র ১১.৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ হতে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আটক করে।
ঘটনায় প্রকাশ যে, গত ৯-১১-২০১২ খ্রিঃ দুপুর ০২.০০ ঘটিকার সময় মধ্য পীরেরবাগের চিহিৃত চাঁদাবাজ এজাহারনামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামী বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে বাদীর নির্মাণাধীন ঘরের কাজে বাঁধা দেয় এবং ১,০০,০০০ (এক লক্ষ) টাকা চাঁদা দাবি করে। বাদী তাদের কথা মত চাঁদাবাজ আলমগীরকে চাঁদা বাবদ ১০,০০০ (দশ হাজার) টাকা দিলেও পরের দিন বাকি ৯০,০০০ (নব্বই হাজার) টাকা দাবি করে। বাদী উক্ত টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজ বাদীর নিমার্ণাধীন ঘর হতে কাঠ, বাঁশ ও টিন সহ ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার মালামাল নিয়ে যায় এবং বাদীকে গুম করে ফেলবে বলে হুমকি দেয়।
উক্ত ঘটনায় মোছাঃ সুলতানা আশরাফি বাদী হয়ে ১। মোঃ আলমগীর হোসেন (৪৫) ও ২। মোঃ সুরুজ মিয়া (৪২) সহ এজাহারনামীয় ০৮ জনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনদের বিরুদ্ধে মিরপুর থানার মামলা নং-৭৪ তারিখ-৩০-১২-২০১২ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬ দায়ের করেন। উক্ত মামলাটি মিরপুর থানা পুলিশ তদন্ত করে এজাহারনামীয় ২ নং আসামী আঃ রহিমকে গ্রেফতার করে শুধুমাত্র তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি তদন্ত করে সকল আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হলেও পলাতকদের গ্রেফতার করতে না পারায় এবং তাদের নাম ঠিকানা সঠিক নাই মর্মে তাদেরকে মামলা হতে অব্যাহতি দিয়ে অভিযোপত্র দাখিল করেন। ঘটনায় জড়িত আসামীদেরকে বাদ দেওয়ায় উক্ত অভিযোগপত্রের বিরুদ্ধে পরবর্তীতে বাদী না-রাজীর আবেদন করেন। বিজ্ঞ আদালতের আদেশে পিবিআই, ঢাকা মেট্রো মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং পিবিআই ঢাকা মেট্রো, ঢাকার বিশেষ পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্ত্বে এসআই জুয়েল, এসআই ফরিদসহ একটি টীম ৪-৭-২০১৭ খ্রিঃ রাত্র ১১.৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ হতে এজাহারনামীয় পলাতক আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৪৫) ও ২। মোঃ সুরুজ মিয়া (৪২) দেরকে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, তাদের নাম ১। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা-মৃত ইউনুচ আলী, সাং-গোড়াগাও, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর। বর্তমানঃ ২৯৯/১১ ঝিলপাড়, মধ্য পীরেরবাগ, থানাঃ মিরপুর মডেল, ডিএমপি ঢাকা ২। মোঃ সুরুজ মিয়া (৪২) পিতা-জহির উকিল, সাং-নারিকেল বাড়ীর চর উকিলবাড়ী, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। বর্তমানঃ ২১৭/১২ দক্ষিন পাইকপাড়া, থানাঃ মিরপুর মডেল, ডিএমপি ঢাকা। উক্ত আসামীরা পীরেরবাগ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে নিরিহ জনগনের উপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতন করে আসছে। এলাকার নিরিহ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।