রওশন আরা শিলা,আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই সহ আশে-পাশের এলাকায় কৃষকেরা রোপ- আমন ধান কাটা-মাড়াই শুরু করেছেন। সরেজমিনে সোমবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে কৃষক ও মজুররা দলবদ্ধ ভাবে বিভিন্ন স্থানে ধান কাট ও মাড়াই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চলতি মোৗসুমে আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ধানের দাম বেশী থাকায় কৃষকরা বেশ উৎফুল্লতার সহিত ধান কাটা –মাড়াই কাজ দিন রাত চালিয়ে যাচ্ছেন।
নওগাঁর আত্রাই রবী ঠাকুরের বিজরীত মনিয়ারী ইউনিয়নের কৃষ্টপুর মাঠে ধান কাটার সময় কথা হয় কৃষ্টপুর গ্রামের কৃষক মোঃ আব্দুল গোফ্ফারের সাথে। তিনি জানান, স্বর্ণা-৫সহ এ জাতের ধান তারা বিঘা প্রতি ১৬-১৮ মণ হারে পাচ্ছেন। বাজারে বর্তমানে প্রতি মণ ধাণ বিক্রি হচ্ছে ৮শত ৫০ টাকায় । ধানের এমন দাম পাওয়া গেলে তাদের কোন সমস্যা হবে না বলেও তিনি জানান। চলতি মৌসুমে উপজেলায় ৫হাজার ৮শ ১ হেক্টর জমিতে রোপা – আমন চাষের লক্ষমাত্রা নিদ্ধারণ করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ কে এম কাওছার হোসেন জানিয়েছেন।