ফতুল্লা প্রতিনিধি: পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউপি মেম্বার রোকন উদ্দিনের বাড়ীর পাশে পাগলা স্কুলের সামনে থেকে এ পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ পিস্তলের প্রকৃত মালিক সর্ম্পকে কোন তথ্য পায়নি পুলিশ।
কুতুবপুর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিন জানান, গতকাল বিকেলে সে ব্যাক্তিগত কাজে বাড়ীর বাহিরে বের হওয়ার সময় দেখতে পায়, অপরিচিত তিন যুবক বাড়ীর আশে পাশে ঘোরাফেরা করছে। তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় পরিচয় জানার জন্য কথা বলতে চাইলে দৌড়ে পালিয়ে যায অপরিচিত ঐ যুবকগুলো। আর এ সময়তেই পালিয়ে যাওয়া ছেলেদের একজনের কাছ থেকে বিদেশী পিস্তলটি মাটিয়ে পড়ে যায়। পরে এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করলে তারা এসে পিস্তলটি উদ্ধার করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই মাজেদুল জানান, পরিত্যাক্ত অবস্থায় বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তবে অবৈধ পিস্তলের প্রকৃত মালিক এখনো খোঁজে পাওয়া যায়নি। আর কি কারনে অপরিচিত লোকজন মেম্বারের বাড়ীর সামনে অবস্থান করছে এ বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।