রক্ত মোরা করব দান, খুশি হবেন আল্লাহ মহান”। স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের সন্ধানে বাংলাদেশ” এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বেনাপোলে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় সেরা ‘কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে পুরস্কৃত হলেন “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” এর সাংগঠনিক সম্পাদক- মো.রাসেল ইসলাম।
শনিবার(২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.নুরুজ্জামান লিটন(বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব)।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কাদের খান রাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-
মোস্তাফিজ্জোহা সেলিম(সভাপতি, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়), স্মৃতি আক্তার সোনিয়া(রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব),শহিদ আলী(সাধারণ সম্পাদক, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫), ডা. তারিক মাহমুদ আবির( ব্যবস্থাপনা পরিচালক, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার), ডা. নওরিন পলি(ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য সেবা ডায়াগনষ্টিক সেন্টার) ও মো. ইব্রাহীম শেখ রুবেল(ব্যবস্থাপনা পরিচালক, বেনাপোল মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার),মো.আক্তারুজ্জামান(সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি),শার্শা উপজেলা কৃষকদল সভাপতি-মো.আমিরুল ইসলাম,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-মো.শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ।
অনুষ্ঠানে নিজ নিজ কাজে সাফল্য অর্জনকারী ব্যাক্তি/প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান করে “রক্তের সন্ধানে বাংলাদেশ”। সংগঠনটির চোখে সেরা ‘কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচিত হয়েছেন “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” এর সাংগঠনিক সম্পাদক মো.রাসেল ইসলাম।
তার এই সন্মাননা প্রাপ্ততে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সভাপতি- মো.সাহিদুল ইসলাম শাহীন এবং সাধারন সম্পাদক-মো.আইয়ুব হোসেন পক্ষী।
আপনার মতামত লিখুন :