ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। তবে আটক তিনজন পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ